Je suis seule ce soir (বাংলা অনুবাদ)

Advertisements
বাংলা অনুবাদবাংলা
A A

আমি শুধুই একা আজ রাতে

আমি শুধুই একা আজ রাতে স্বপ্ন সাথে
আমি শুধুই একা আজ রাতে তোমারই বিরহতে
বেলা শেষে আমার আনন্দ শেষ হ'য়ে যায়
সব যেন ভেঙ্গে পড়ে, আমার মন ভারী হয়
 
আমি শুধুই একা আজ রাতে বেদনা সাথে
তুমি যে ফিরে আসবে আমি সে আশাহত
তারপরও আমি্ তোমারে ভালোবাসি
চিরকাল আর এখনও
আমাকে রেখনা, তোমার ভালবাসা ছাড়া
 
এইতো আমার ঘরের জানালা বন্ধ করলাম
কুয়াশারা সব পড়ে আর জমে
আমার ঘরে তারা সবে ঢুকে পড়ে
আমাদের সেই ঘরে যেখানে আমাদের অতীত মরে গেছে।
 
আমি শুধুই একা আজ রাতে স্বপ্ন সাথে
আমি শুধুই একা আজ রাতে তোমারই বিরহতে
বেলা শেষে আমার আনন্দ শেষ হ'য়ে যায়
সব যেন ভেঙ্গে পড়ে, আমার মন ভারী হয়
 
আমি শুধুই একা আজ রাতে বেদনা সাথে
তুমি যে ফিরে আসবে আমি সে আশাহত
তারপরও আমি্ তোমারে ভালোবাসি
চিরকাল আর এখনও
আমাকে রেখনা, তোমার ভালবাসা ছাড়া
 
SYED WALIUL ISLAMSYED WALIUL ISLAM দ্বারা বৃহস্পতি, 29/11/2018 - 14:58 তারিখ সাবমিটার করা হয়
ফরাসীফরাসী

Je suis seule ce soir

মন্তব্যসমূহ