Lego House (বাংলা অনুবাদ)

বাংলা অনুবাদবাংলা
A A

লেগো ঘর

আমি টুকরোগুলো সংগ্রহ করবো
আর একটি লেগোর বাড়ি বানাবো
যদি কোন কিছু ভুল হয় তাহলে আমরা সেটা ঠিক করবো
 
আমার তিনটা শব্দের দুইটা অর্থ আছে
আমার মাথায় একটা কথা ঘুরছে
সেটা শুধু তোমার জন্য
 
ডিসেম্বরের দিনগুলো ঠান্ডা আর অন্ধকার
কিন্তু আমার তোমাকে উষ্ণ রাখতে হবে
তুমি যদি ভেঙ্গে যাও আমি তোমাকে ঠিক করবো
আর তোমাকে এখনকার ঝড়ের থেকে রক্ষা করবো
 
আমি স্পর্শের বাইরে, ভালোবাসাহীন
তুমি যখন পড়ে যাবে, আমি তোমাকে ধরে রাখবো
আর যেসব কাজ আমি করেছি
মনে হয়, আমি তোমাকে এখন আরো বেশি ভালোবাসি
 
আমি দৃষ্টিসীমার বাইরে, মনের বাইরে
আমি ঠিক সময়ে তোমার জন্য সবকিছু করবো
আর যেসব কাজ আমি করেছি
মনে হয়, আমি তোমাকে এখন আরো বেশি ভালোবাসি
 
আমি তোমাকে নাম্বার দিয়ে সাজাবো
তারপর রঙ করবো
যদি সবকিছু ঠিক মতো হয় তাহলে ফ্রেমে বাঁধাই করবো
আর সেটাকে দেওয়ালে টানাবো
 
আর এটা বলা অনেক কঠিন
কিন্তু আগে কখনো এখানে ছিলাম না
এখন আমি আমার হৃদয় সমর্পণ করলাম
আর বিনিময়ে তোমার হৃদয় চাইলাম
 
আমি স্পর্শের বাইরে, ভালোবাসাহীন
তুমি যখন পড়ে যাবে, আমি তোমাকে ধরে রাখবো
আর যেসব কাজ আমি করেছি
মনে হয়, আমি তোমাকে এখন আরো বেশি ভালোবাসি
 
আমি দৃষ্টিসীমার বাইরে, মনের বাইরে
আমি ঠিক সময়ে তোমার জন্য সবকিছু করবো
আর যেসব কাজ আমি করেছি
মনে হয়, আমি তোমাকে এখন আরো বেশি ভালোবাসি
 
আমাকে নিচে নামিয়ে দিও না
মনে হয় বন্ধনগুলো ভেঙ্গে যাচ্ছে
আর এটা আমি সহ্য করতে পারবো না
 
ডিসেম্বরের দিনগুলো ঠান্ডা আর অন্ধকার
কিন্তু আমার তোমাকে উষ্ণ রাখতে হবে
তুমি যদি ভেঙ্গে যাও আমি তোমাকে ঠিক করবো
আর তোমাকে এখনকার ঝড়ের থেকে রক্ষা করবো
 
আমি স্পর্শের বাইরে, ভালোবাসাহীন
তুমি যখন পড়ে যাবে, আমি তোমাকে ধরে রাখবো
আর যেসব কাজ আমি করেছি
মনে হয়, আমি তোমাকে এখন আরো বেশি ভালোবাসি
 
আমি দৃষ্টিসীমার বাইরে, মনের বাইরে
আমি ঠিক সময়ে তোমার জন্য সবকিছু করবো
আর যেসব কাজ আমি করেছি
মনে হয়, আমি তোমাকে এখন আরো বেশি ভালোবাসি
 
আমি স্পর্শের বাইরে, ভালোবাসাহীন
তুমি যখন পড়ে যাবে, আমি তোমাকে ধরে রাখবো
আর যেসব কাজ আমি করেছি
 
অতিথিঅতিথি দ্বারা বৃহস্পতি, 19/01/2017 - 06:11 তারিখ সাবমিটার করা হয়
ইংরেজীইংরেজী

Lego House

মন্তব্যসমূহ