Seni Seviyorum (বাংলা অনুবাদ)

Advertisements
বাংলা অনুবাদবাংলা
A A

তোমাকে ভালবাসি

আমার থেকে তোমাকে লওয়ার জন্য তোমার শক্তিও যথেষ্ট নয়
আমার এ ব্যাথিত হৃদয় আমার কথাও শুনবেনা
তুমি যদি আমাকে না বুঝ, আমার কথা না শুন
অন্য কাউকে ভালবাসতে পারবনা, পছন্দ করতে বলনা প্লিজ!
আমার স্মৃতিসব তোমার সাথে বিজড়িত
ছবিগুলো আমার দলিলের মত
আল্লাহ এসবের স্বাক্ষী
এস, আমার ভেতর থেকে তোমাকে নিয়ে যাও
যদি সহজ হয় আমার মন থেকে তোমাকে ভুলিয়ে দাও
এসব আমার জন্য লজ্জা হ’য়ে উঠেছে!
আমি ভালবাসি, আমি ভালবাসি, তোমাকে খুব ।
 
SYED WALIUL ISLAMSYED WALIUL ISLAM দ্বারা শনি, 31/12/2016 - 04:08 তারিখ সাবমিটার করা হয়
লেখকের মন্তব্য:

পাথক ও শ্রোতাদের অর্থবহুল বিনদনের জন্য সংযুক্ত করা হল ।

তুর্কিতুর্কি

Seni Seviyorum

মন্তব্যসমূহ