Unfaithful (বাংলা অনুবাদ)

বাংলা অনুবাদবাংলা
A A

অবিশ্বস্ত

আমার জিবনের গল্প
অনুসন্ধান সত্যের জন্য
কিন্তু এটা আমাকে এড়িয়ে রাখে
আমার দুঃক্ষভরা হৃদয়
সেগুলো ভুল মনে করায়
সত্যই আমার সংগ চায়
 
সে তো এক অতিপুরুষ
আর এটা অতিভালবাসা
যে কারনে আকাশ নীল
মেঘ ভেসে আসা
যেহেতু আমআকে আবার যেতে হয়
আর তাঁরই কাছে, তাই সত্য বলতে পারি নাই
 
আর আমি জানি যে সে আমাকে অবিশ্বস্ত জানে
আর এটা তাকে অন্তরে মারে
আমি অন্য পুরুষের সাথে সুখী জেনে
তারে আমি মরন যন্ত্রনায় দেখি
 
আমি চাই না আর এমন করতে
আমি চাই না সে কারন হ’তে
যে আমি ঘরের বাইরে গেলে সে অন্তরে মরে
আমি চাই না আর বেশি তারে ব্যাথা দিতে
আমি চাই না তার জীবন ছিনিয়ে নিতে
আমি চাই না ...... খুনি হতে ।
 
আমার অনুভুতি বাতাসে
যেমন চুলগুলো দোলে
আর এক স্বাক্ষাতের জন্য প্রস্তুতিকালে
আমার গালে একটি চুমু দিয়ে
হেয়ালির সুরে প্রশ্ন করে ফিরতে কি দেরি হবে?
আমি বলি দেরি হবেনা খুব বেশি
শুধু মেয়েদের সাথে দেখা করা
মিথ্যা আমার বলা দরকার নাই
কারন আমরা উভয়েই জানি
আমি কথায় যাই
আর আমরা এটা ভাল করেই জানি ।
 
কারন আমি জানি যে সে আমাকে অবিশ্বস্ত জানে
আর এটা তাকে অন্তরে মারে
আমি অন্য পুরুষের সাথে সুখী জেনে
তারে আমি মরন যন্ত্রনায় দেখি
 
আমি চাই না আর এমন করতে
আমি চাই না সে কারন হ’তে
যে আমি ঘরের বাইরে গেলে সে অন্তরে মরে
আমি চাই না আর বেশি তারে ব্যাথা দিতে
আমি চাই না তার জীবন ছিনিয়ে নিতে
আমি চাই না ...... খুনি হতে ।
 
আমাদের ভালবাসা, তার বিশ্বাস
আমি হয়ত অস্ত্র নিয়ে তার মাথায় ঠেকাতে পারি
এগুলো শেষ কর
আমি চাই না এমন করতে আর
আর
উহ
আর (আর)
 
আমি চাই না আর এমন করতে
আমি চাই না সে কারন হ’তে
যে আমি ঘরের বাইরে গেলে সে অন্তরে মরে
আমি চাই না আর বেশি তারে ব্যাথা দিতে
আমি চাই না তার জীবন ছিনিয়ে নিতে
আমি চাই না ...... খুনি হতে ।
 
না না না না
হ্যা হ্যা হ্যা হ্যা
 
SYED WALIUL ISLAMSYED WALIUL ISLAM দ্বারা রবি, 01/01/2017 - 18:57 তারিখ সাবমিটার করা হয়
লেখকের মন্তব্য:

সুখ পাঠের জন্য উপস্থাপন করা হল ।

ইংরেজীইংরেজী

Unfaithful

মন্তব্যসমূহ