• Md. Mohsin Hossain

    লোকে আমায় পাগল বলে

Share
Font Size
লোকে আমায় পাগল বলে
আমার দুঃখ লাগেনা
আমাকে পাগল করেছে
আরবেরই মদিনা….
 
ঐ মদিনায় আছেন আমার জান মুহাম্মদ রাসুল (দঃ)
সেই মদিনার প্রেমিক হয়ে আমি যদি করি ভুল..২
ভুলে ভরা জীবন হোক কিছুই তো যায় আসেনা।।
 
দুনিয়ার পাগলে কিনা বলে আর কিনা খায়
আমি শুধু নবীর সালাম দরুদ পডে মজা পাই..২
যার প্রেমেতে কুলকায়েনাত হয়ে গেল দিওয়ানা।।
 
দেখলে একবার চোখ ফিরেনা গুম্বদে হাজরা
ঐ মদিনার প্রেমে আমি ইকবাল পাগলপারা..২
মদিনার নবী না দেখে মরেও শান্তি পাবোনা।।
 

 

Comments