Russia is waging a disgraceful war on Ukraine.     Stand With Ukraine!
Share
Font size
Original lyrics
Swap languages

অনিকেত প্রান্তর

তবু এই দেয়ালের শরীরে
যত ছেঁড়া রঙ ধুয়ে যাওয়া মানুষ
পেশাদার প্রতিহিংসা তোমার চেতনার
যত উদ্ভাসিত আলো রঙ
আকাশের মতন অকস্মাৎ নীল
নীলে ডুবে থাকা তোমার প্রিয় কোনো মুখ
তার চোখের কাছাকাছি এসে কেন পথ ভেঙে
 
দুটো মানচিত্র এঁকে, দুটো দেশের মাঝে
বিঁধে আছে অনুভূতিগুলোর ব্যবচ্ছেদ
 
তবু এইখানে আছে অবলীল হাওয়া
জানালা বদ্ধ ঘরে আসে যায়
দেয়াল ধরে বেড়ে ওঠে মধ্যরাত
তোমার ছায়ায় জমে এসে ভয়
আলোকে চিনে নেয় আমার অবাধ্য সাহস
ভেতরে এখন কি নেই কাপুরুষ অন্ধকার একা?
 
তোমাকে ঘিরে পথগুলো সব সরে যায়
রাত্রির এই একা ঘর ঝুলে আছে শূন্যের কাঁটাতারে
দুটো মানচিত্র এঁকে, দুটো দেশের মাঝে
মিশে আছে অনুভূতিগুলোর ব্যবচ্ছেদ
 
তবু এই দুটি কাঁটাতারে, শহরের মতো করে
ভিড়ে ভরে গেছে ঘুম আমার
অচেতন কখন বেওয়ারিশ, মাটির কাছে এসে
সময় কে এপিটাফ ভেবে হাঁটু গেড়ে বসে
 
তবু এখানে বাতাস আসে দুরত্বের উৎসাহে
শরৎ জমে আছে ঠাণ্ডা ঘাসে
তোমার চোখের মাঝে দূরের একা পথ
এখানে ভাঙে না দুটো দেশে
 
মেঘের দূরপথ ভেঙে বুকের গভীর অন্ধকারে
আলোর নির্বাসন স্মৃতির মতন
অবিকল স্বপ্নঘর বাঁধা স্মৃতির অন্ধ নির্জনে
সময় থেমে থাকে অনাগত যুদ্ধের বিপরীতে
 
এখানে স্বরনীর লেখা নেই নাম, কোনো শহীদ স্মারকে
তোমার জন্য জমা থাকে শুধু স্বপ্নঘর
জানালায় ঝুলে থাকে না শূন্যতার অবচেতন
তোমার ঘরের অন্ধ আলোয় অদেখা
এখানের নির্জন অনিকেত প্রান্তর
 
তবুও তোমার ভাঙা স্মৃতি, ছেঁড়া স্বপ্ন, দোমড়ানো খেলাঘর
ছেঁড়া আকাশ, ভাঙা কাঁচে
আলো আর অন্ধকার তোমার
 
তোমার দেয়ালে কত লেখা
মানুষের দেয়ালে দেয়াল
বেড়ে ওঠে কাঁটাতার
এখানে এ মহান মানচিত্রের ভাগাড়
 
তোমার শূন্যঘরে ভরা স্মৃতি
জড় পাথরে লেখা নাম – শহীদ স্মরণী
জানালার বাইরে ভেসে গেছে দূরের আকাশ
বিঁধে আছি সময়ের কাঁটাতারে
বিঁধে আছো ছেঁড়া আকাশের মত তুমি
 
তোমার স্বপ্নের দলা পাকানো
বাসি কবিতা, নষ্ট গানে
তোমার জানালার বাইরে শূন্য আকাশ
তবু অনিকেত এই প্রান্তরে
 
এখানে এখনও শরতের প্রচুর বাতাসে
সবুজের ঘ্রাণে ভরে আছে অন্ধকার এ ঘর তোমার
দেয়ালে এখন শুধু মৃত্যুর মৃত রেখাপাত
 
তোমাকে কড়া নাড়ে স্মৃতিরা, ভাঙা স্বপ্ন
ঘুমের মত নেশাময় কত
কত শিশু, কত আলোর মশাল নিভে গেছে
নিভে গেছে কত অচেনা ভয়
তোমাকে এখন অপরিণত এক অচেনা স্মৃতি মনে হয়
তোমার জানালার বাইরে শূন্যে
দূরের স্বপ্নঘর, ঝুলে আছি নির্জনতায়
মৃত্যু কি অনিকেত প্রান্তর?
 
Translation

No Man's Land

Yet still on the body of the wall
Many torn colour, Washed up men
Professional vengeance is your consciousness'
All the vibrant colourful lights
Suddenly blue like the sky
A dear face of yours drowned in it
Coming so close, Eye to eye, Why break the path
 
Two maps drawn, Between two lands
Dissected feelings are still pierced in between
 
But yet here is cool breeze
Getting through closed windows
Midnight grows clutching the wall
Fear gathers in your shadow
My adamant grit finds the light
The cowardice is still there, But alone in dark
 
The paths drift away surrounding you
The lone home hangs from the barbed wire at night
Two maps drawn, Between two lands
Dissected feelings are still mixed in between
 
Yet in these two barbed wires, Like in the city
Crowds fill my sleep
Unconscious and unclaimed, Coming close to the ground
Knelt down thinking time was an epitaph
 
But yet distant wind comes here
Autumn freezes on cold grass
The distant lone path in your eyes
Doesn't break here in two lands
 
Breaking the long cloudy paths, Getting into the darkness inside
The exile of light is like a memory
Dreams still stand tall, In the blind solitude of memory
Time stands still, Stops moving forward, Opposing war
 
The street signs are blank here, No memorials
All there is, The house of dreams
The blank subconscious doesn't hang from the window
Left unseen in the blind light of your house
This secluded No man's Land
 
Yet your broken memories, Torn dreams, Contorted playhouse
Torn sky, In broken glass
The light and darkness of yours
 
There's many writings on your wall
People built wall against wall
The barbed wire grows
Here grows the dump of great maps
 
Memories filled your empty house
Memorial - written on stone
Distant sky drifts away outside the window
I'm pierced into the barbed wires of time
You're pierced like the torn sky
 
The pile of mouldy poems, Rotten songs
Of your dreams
In the empty sky outside your window
Yet in this No Man's Land
 
Here still in plenty autumn breeze
The green aroma fills your empty house
Only lifeless lines of death on your wall
 
The memories knocks on you, Broken dreams
Intoxicated like sleep
Many children, Many torches quenched
Quenched many unknown fears
You seem like an incomplete and unknown memory now
In the blankness outside your window
Distant house of dreams, Hanging in solitude
Is death the No Man's Land?
 
Comments