Russia is waging a disgraceful war on Ukraine. Stand With Ukraine!
All at Once (traduzione in Bengalese)
traduzione in BengaleseBengalese
A
A
সহসা
সহসা
অবশেষে, মুহূর্তেই, আমি বুঝলাম
তুমি ফিরে আসবেনা!
আর শেষপর্যন্ত আমি ব্যথিত হ'লাম সহসা,
সহসা
আমি অশ্রুফোটা গুণতে শুরু করলাম, কমপক্ষে নিযুত পতন
আমার চোখ ফুলে গেল
আর আমার সব স্বপ্ন ধ্বসে গেল সহসা
তোমাকে প্রথম দেখার পর
আমার জ্ঞানে তুমিই আমার একমাত্র ভালবাসা
আর আমি তোমাকে ভুলতে পারি না
যদিও আমিই সব মোকাবেলা করি একা
সহসা
আমি নির্জন সমুদ্রে ভেসে চলি একা
মন চায় তুমি আমার কাছে ফিরে আসবে একদা!
আর সবকিছু এখন
সহসা
আমি নির্জন সমুদ্রে ভেসে চলি একা
স্মৃতিগুলো সব স্মৃতিপটে আঁকা
আর তা আমারে ব্যথা দেয়, তোমার অনেক ভাল জানা
খুব বেশি, তার চেয়ে বেশি যতটুকু যায় দেখা
সহসা
সহসা
চারিপাশে তাকিয়ে, তোমার দেখি, তুমি পেয়েছ অন্য কার ভালোবাসা
আছ অন্য কারও বাহুডোরে বাধা
আর আমার সব স্বপ্ন ধ্বসে গেল সহসা
সহসা
যে হাসি আমাকে অভিনন্দন জানাত, উজ্জ্বল করে অন্য কারোও দিন তা
সে চুরি করে নিল তোমার হাসি
আর আমারে ছেড়ে গেল দিয়ে শুধু কিছু স্মৃতি, সহসা
তোমাকে প্রথম দেখার পর
আমার জ্ঞানে তুমিই আমার একমাত্র ভালবাসা
আর আমি তোমাকে ভুলতে পারি না
যদিও আমিই সব মোকাবেলা করি একা
সহসা
আমি নির্জন সমুদ্রে ভেসে চলি একা
মন চায় তুমি আমার কাছে ফিরে আসবে একদা!
আর সবকিছু এখন
সহসা
আমি নির্জন সমুদ্রে ভেসে চলি একা
স্মৃতিগুলো সব স্মৃতিপটে আঁকা
আর তা আমারে ব্যথা দেয়, তোমার অনেক ভাল জানা
খুব বেশি, তার চেয়ে বেশি যতটুকু যায় দেখা
সহসা
সহসা
আমি নির্জন সমুদ্রে ভেসে চলি একা
মন চায় তুমি আমার কাছে ফিরে আসবে একদা!
আর সবকিছু এখন
সহসা
আমি নির্জন সমুদ্রে ভেসে চলি একা
স্মৃতিগুলো সব স্মৃতিপটে আঁকা
আর তা আমারে ব্যথা দেয়, তোমার অনেক ভাল জানা
খুব বেশি, তার চেয়ে বেশি যতটুকু যায় দেখা
সহসা
Grazie! ❤ | ![]() | ![]() |
✕
Traduzioni di “All at Once”
Bengalese
Per favore aiutaci a tradurre “All at Once”
Raccolte con "All at Once"
1. | Whitney Houston- Whitney Houston (1985) |
Whitney Houston: 3 più popolari
1. | I Will Always Love You |
2. | I Have Nothing |
3. | Run to You |
Commenti fatti
Music Tales
Read about music throughout history
Complete your translation, please.