Russia is waging a disgraceful war on Ukraine. Stand With Ukraine!
You're Still My Man (벵골어 번역)
벵골어 번역벵골어
A
A
তুমি এখনও আমার পুরুষ
যেদিন তুমি আমারে ছেড়ে গেলে
বলেছিলে তোমার কোন আক্ষেপ নাই
আমাদের দুজনের মাঝে বাঁধন আছে
যা এখনও ভাঙ্গে নাই
আর আমাদের দুজনের অনুভুতিগুলো
কোনদিন মুছে যাবে না
কেমনে তুমি অনেক দূরে থাকবে
যখন তোমার সব স্প্রিহাই এখানে
তুমি এখনও আমার পুরুষ, কিছুতেই বদল হবে না
এখনও আমরা দুজনে দুজনার
তুমি এখনও আমার পুরুষ, কিছুতেই বদল হবে না
আমাদের এ ভালোবাসা চিরকালের, অপার
আর আমাদের ভালোবাসার ঋতু
সবসময় বদলায় আমি জানি
হয়তো সে কারনেই
অনুভুতিতে বাধ্য হয়েছিলে যেতে তুমি
কিন্তু সহসাই তব হ্রিদয় কাদাবে আমার অনুপস্থিতি
প্রিয়তম, আমি তোমারে ভাল করে চিনি
এক যাদু আছে যা আমরা একত্রে বিনিময় করি
আর ভাংতে পারে না সে মন্ত্র কেউই
তুমি এখনও আমার পুরুষ, কিছুতেই বদল হবে না
এখনও আমরা দুজনে দুজনার
তুমি এখনও আমার পুরুষ, কিছুতেই বদল হবে না
আমাদের এ ভালোবাসা চিরকালের, অপার
আমি চাহিয়া রহিব তোমারই পথ
তুমিই আছ আমার হ্রিদয়ে দিন-রাত
তুমি ভালবাস মোরে এ বিশ্বাস আমার
আমার ভালোবাসা! বুঝাতে হয়নি ভাসা তার
তুমি এখনও আমার পুরুষ, কিছুতেই বদল হয় না
তুমি জাননা, তুমি বুঝ নাও, আমরা দুজনে দুজনার
তুমি এখনও আমার পুরুষ, কিছুতেই বদল হবে না
ওহ! প্রিয়তম, ওহ ভালবাসা, তুমি আছ আমার হ্রিদয়ে অপার
কারন তুমি আমার পুরুষ
তোমাকে ছাড়া
ভালোবাসা হয়না, ভালোবাসা থাকে না আর
তুমি এখনও আমার পুরুষ, কিছুতেই বদল হয় না
তুমি জাননা, তুমি বুঝ নাও, আমরা দুজনে দুজনার
তুমি এখনও আমার পুরুষ, কিছুতেই বদল হবে না
ওহ! প্রিয়তম, ওহ ভালবাসা, তুমি আছ আমার হ্রিদয়ে অপার
তুমি এখনও আমার পুরুষ, কিছুতেই বদল হয় না
আমি তোমার, তুমি জান তুমি আমার, তুমি আছ আমার হ্রিদয়ে অপার
তুমি এখনও আমার পুরুষ, কিছুতেই বদল হয় না
তুমি জাননা, তুমি বুঝে নাও, আমরা দুজনে দুজনার
고마워요! ❤ | ![]() | ![]() |
✕
Collections with "You're Still My Man"
1. | Whitney Houston- Whitney (1987) |
Whitney Houston: 상위 3
1. | I Will Always Love You |
2. | I Have Nothing |
3. | Run to You |
코멘트
Music Tales
Read about music throughout history