Salman Muqtadir - অভদ্র প্রেম (Obhodro Prem)

Advertisements
Bengali

অভদ্র প্রেম (Obhodro Prem)

‌তোমার আমার প্রে‌মের
‌প্রে‌মের শুরু‌তে, কিছু ছিল যে বলার
যা ছিল এ মনে, তু‌মি গোপ‌নে ‌শোন সেই কথা তারপ‌রে কা‌ছে আমায় ডে‌কে তু‌মি ব‌লো আমা‌কে
শুধু সে কথা
বলনা তু‌মি সেসব কিছু যা যায়না বলা, ভু‌লে সব ধর‌ণের ভাবনা, ভু‌লে যাওনা
 
অভদ্র হ‌য়ে‌ছি আমি তো‌মা‌রি প্রে‌মে , তাই
কা‌ছে আসো না আরো কা‌ছে আসো না
ইশ কথা ব‌লো না, কোন কথা ব‌লো না ,,
অভদ্র হ‌য়ে‌ছি আমি তোমা‌রি প্রে‌মে , তাই
কা‌ছে আসো না, আরো কা‌ছে আসো না
পা‌শে ব‌সো না, কোন কথা ব‌লো না
অভদ্র হ‌য়ে‌ছি আমি তোমা‌রি প্রে‌মে
 
অন্ধ তোমা‌রি প্রে‌মে, শব্দ না খুঁ‌জে পে‌য়ে একটু অভদ্র মন হ‌তে চা‌চ্ছে
আ‌সো না মে‌লে দি‌য়ে তোমা‌রি সেই চুল
ক‌রে ফে‌লি দু'জনার কিছু আবে‌গি ভুল
‌তোমা‌রি দু'‌চো‌খের কাজল যে ক‌রে‌ছে তো পাগল
‌ভি‌জে গে‌ছে চাদর, বৃ‌ষ্টি আর বাদল
‌মে‌ঘে ঢাকা চাঁদ ত‌ু‌মি তোমা‌রি এ হাত ধ‌রে হ‌বে সারারাত মহাস্বপ্ন
মা‌নে না এ মন, শুধু অকারণ ‌ছে‌ড়ে যে‌তে হায়
এখন আমি তোমার, তু‌মি শুধু আমার আর একটু সময়
খুব বে‌শি ভালবাসা আমায়, ক‌রে‌ছে অসহায়
‌কেন বলনা
‌দেখনা তোমার ঐ দু‌'‌ঠোঁটে আমার ঠোঁট, তোমা‌কে সব ম‌নো‌যোগ হ‌তে দাওনা
অভদ্র হ‌য়ে‌ছি আমি তোমা‌রি প্রে‌মে , তাই
কা‌ছে আসো না, আরো কা‌ছে আসো না
ইশ.. কথা ব‌লো না, কোন কথা ব‌লো না
অভদ্র হ‌য়ে‌ছি আমি তোমা‌রি প্রে‌মে
কা‌ছে আসো আরো কা‌ছে আসো না, পা‌শে ব‌সোনা, কোন কথা ব‌লো না
অভদ্র হ‌য়ে‌ছি আমি তোমা‌রি প্রে‌মে।
 
Adicionado por Nahiyaan FaisalNahiyaan Faisal em Terça-feira, 12/02/2019 - 17:16
Comentários do remetente:

গারে কথাগুলো অতটা গুছানো না হলেও যুগোপযোগী

Adicionado em resposta ao pedido de TaeyangTaeyang
Obrigado!recebeu 9 agradecimento(s)

 

Advertisements
Vídeo
Comentários