• The Chainsmokers

    Bengali translation

Share
Font Size
Bengali
Translation

ক্লোজার

অনেক মদ্যপান করেছি সেটা একটা ব্যাপার, কিন্তু আমি ঠিক আছি
ওহে, তোমার বন্ধুদের বলে দিও, তাদের সাথে সাক্ষাতটা সুখকর ছিলো
কিন্তু আশা করি তাদের মুখ আর দেখতে হবেনা!
 
জানি, এটা তোমার মন ভাঙ্গবে
ভাঙ্গাচোরা গাড়িতে শহরে চলে যাওয়া
চারটি বছর, একটাও কল না
এখন, হোটেলের বারে তোমাকে সুন্দরী দেখাচ্ছে
আ-আমি থামতে পারছি না
না আ-আমি থামতে পারছি না
 
তাই বেবি, আমাকে আরো কাছে টেনে নাও
তোমার রোভারের পেছনের সিটে
জানি তোমার সেটার সামর্থ্য নেই
তোমার কাঁধের ট্যাটুটাতে একটা কামড় বসাও
 
কোণের চাদরটা সরাও
ওই ম্যাট্রেসটার যেটা চুরি করেছিলে
বোল্ডারের পিছনে তোমার রূমমেটের কাছ থেকে!
আমাদের কখনোই বয়স বাড়ছে না!
 
আমাদের কখনোই বয়স বাড়ছে না!
আমাদের কখনোই বয়স বাড়ছে না!
 
তোমাকে প্রথম দেখায় যেরকম দেখেছিলাম ওইরকমই সুন্দর লাগছে
মনে নেই ঠিক কেন তোমাকে আমি ছেড়ে গেলাম, পাগল ছিলাম আমি
একটু থাকো, ওই ব্লিংক-১৮২ গানটা বাজাও
যেটা আমরা আমৃত্যু বাজিয়েছিলা টুসকনে, ঠিক আছে?
 
জানি, এটা তোমার মন ভাঙ্গবে
ভাঙ্গাচোরা গাড়িতে শহরে চলে যাওয়া
চারটি বছর, একটাও কল না
এখন, হোটেলের বারে তোমাকে সুন্দরী দেখাচ্ছে
আ-আমি থামতে পারছি না
না আ-আমি থামতে পারছি না
 
তাই বেবি, আমাকে আরো কাছে টেনে নাও
তোমার রোভারের পেছনের সিটে
জানি তোমার সেটার সামর্থ্য নেই
তোমার কাঁধের ট্যাটুটাতে একটা কামড় বসাও
 
কোণের চাদরটা সরাও
ওই ম্যাট্রেসটার যেটা চুরি করেছিলে
বোল্ডারের পিছনে তোমার রূমমেটের কাছ থেকে!
আমাদের কখনোই বয়স বাড়ছে না!
 
আমাদের কখনোই বয়স বাড়ছে না!
আমাদের কখনোই বয়স বাড়ছে না!
 
তাই বেবি, আমাকে আরো কাছে টেনে নাও
তোমার রোভারের পেছনের সিটে
জানি তোমার সেটার সামর্থ্য নেই
তোমার কাঁধের ট্যাটুটাতে একটা কামড় বসাও
 
কোণের চাদরটা সরাও
ওই ম্যাট্রেসটার যেটা চুরি করেছিলে
বোল্ডারের পিছনে তোমার রূমমেটের কাছ থেকে!
আমাদের কখনোই বয়স বাড়ছে না!
 
আমাদের কখনোই বয়স বাড়ছে না!
না, আমাদের কখনোই বয়স বাড়ছে না!
আমাদের কখনোই বয়স বাড়ছে না!
না, আমাদের কখনোই বয়স বাড়ছে না!
 
আমাদের কখনোই বয়স বাড়ছে না!
আমাদের কখনোই বয়স বাড়ছে না!
আমাদের কখনোই বয়স বাড়ছে না!
না, আমাদের কখনোই বয়স বাড়ছে না!
 
আমাদের কখনোই বয়স বাড়ছে না!
না, আমাদের কখনোই বয়স বাড়ছে না!
 
English
Original lyrics

Closer

Click to see the original lyrics (English)

Comments