✕
দাঁড়ালে দুয়ারে মোর
দাঁড়ালে দুয়ারে মোর
কে তুমি ভিখারিনী
গাহিয়া সজল চোখে
গাহিয়া সজল চোখে
বেলা-শেষের রাগিণী
দাঁড়ালে দুয়ারে মোর
দাঁড়ালে দুয়ারে মোর
মিনতি-ভরা আঁখি
কে তুমি ঝড়ের পাখি
কী দিয়ে জুড়াই ব্যথা
কেমনে কোথায় রাখি
কোন প্রিয় নামে ডাকি
বলো, কোন প্রিয় নামে ডাকি
বলো, কোন প্রিয় নামে ডাকি
বলো, কোন প্রিয় নামে ডাকি
বলো, কোন প্রিয় নামে ডাকি
মান ভাঙাব মানিনী
দাঁড়ালে দুয়ারে মোর
দাঁড়ালে দুয়ারে মোর
বুকে তোমায় রাখতে প্রিয়
চোখে আমার বারি ঝরে
চোখে যদি রাখতে চাই
বুকে উঠে ব্যথা ভ'রে
যত দেখি তত হায়
পিপাসা বাড়িয়া যায়
যত দেখি তত হায়
পিপাসা বাড়িয়া যায়
কে তুমি যাদুকরী
বলো, কে তুমি যাদুকরী
বলো, কে তুমি যাদুকরী
বলো, কে তুমি যাদুকরী
বলো, কে তুমি যাদুকরী
স্বপন-মরু-চারিণী
দাঁড়ালে দুয়ারে মোর
দাঁড়ালে দুয়ারে মোর
কে তুমি ভিখারিনী
গাহিয়া সজল চোখে
গাহিয়া সজল চোখে
বেলা-শেষের রাগিণী
দাঁড়ালে দুয়ারে মোর
দাঁড়ালে দুয়ারে মোর
Comments
Darale Duaarey is a beautiful love poem by Kazi Nazrul Islam, our National Poet. Most famously known as the “REBEL POET” in Bangladesh, the marks of the poet’s talent can be found in many genres including Ghazals. His Ghazals are rich in expressions that pierces the heart with love. This song is the woe of two love birds who have fallen madly in love with each other. The spirit of love flows through them, around them and encircles their world.
The duet performance depicts a ‘Romeo and Juliet’-esque story where the innocent and fresh voice of Ishan harmonizes with the melodious voice of beautiful Nandita. This is Ishan’s debut performance and the purity with which he sings truly delivers the #RealMagic of falling in love for the first time.