• Mohon Sharif

    মোমবাতি • Mombati2 translations

Favorites
Share
Font Size
Original lyrics
2 translations

মোমবাতি lyrics

ফুল যে গাছে ধরে সেদিকে তাকিয়ে
বিশাল উচ্চতা ডিঙিয়ে লাফ দিয়ে বল ছিঁড়ে
আনো নাহলে যাব ছেড়ে
 
কোনো সারা ছাড়া দরজার হাতল চেপে
চট করে মুচড়ে দিয়ে আমাকে দেখে বল যাবে?
নাকি নিয়ে যাব "তাকে" সাথে?
 
খপ করে আমার ঘাড়টা ধরে
নিজের কাছে টেনে নিতে
কি বাধা হয়ে দাড়িয়েছে?
 
না দেখেশুনে কিছু জানিয়ে
নিজে আড়ালে লুকালে
আমাকে তুমি ডুবালে
 
আমি কার পিছে
নিজের জন্য যাব খেটে?
তোকে বলেছে যেতে কে?
অন্যের জন্য মোমবাতি পানিতে না দিয়ে শুকাতে
 
ভুল করে তুমি একটা দিশলা হাতে
চুলার আগুনটার কাছে যেতে গিয়ে গেলে পুড়ে
আমি না হলে জ্বলে যেতে
 
যত বাধা ছিল সবকটা ভেঙেচুরে
কট করে ভাগ্যের ওপরে পারা রেখে
বাক্সটাকেই পেলে চুলারই নাগালে
 
খপ করে লুফে নিয়ে আগুনে,
নিজে না শুধু সবকাঠিকেই
ধরিয়ে দিয়ে জ্বালালে
 
না ভেবে বুঝে তুমি নিজেকে
শরীর থেকে ছুটালে
আমাকে তুমি ডুবালে
 
আমি কার পিছে
নিজের জন্য যাব খেটে?
তোকে বলেছে যেতে কে?
অন্যের জন্য মোমবাতি পানিতে না দিয়ে শুকাতে
 

 

Translations of "মোমবাতি (Mombati)"
Comments