• Major Lazer

    Bengáli fordítás

Ossza meg
Feliratok
Font Size
Bengáli
Fordítás

ঠান্ডা পানি

সবাই কখনো না কখনো মদ্যপ হয়, তুমি জানো
মন খারাপ হলে আমরা এছাড়া আর কি করতে পারি?
তাই গভীর শ্বাস নাও এবং যেতে দাও
তোমার নিজে নিজেই ডুবে যাওয়া উচিৎ না
 
যদি মনে করো তুমি ডুবে যাচ্ছো, আমি সাথে সাথে ঝাপ দিবো
শীতল জলে, তোমার জন্য
হয়তো এটা আমাদের বিভিন্ন জায়গায় নিয়ে যাবে
তবুও আমি ধৈর্যশীল থাকবো
আশা করি তুমি সেটা জানো
 
আমি তোমাকে (ভেসে) যেতে দিবো না
আমিই আজ রাতে তোমার ডুবুরী হবো
আমি তোমাকে (ভেসে) যেতে দিবো না
আমিই আজ রাতে তোমার ডুবুরী হবো
 
কারণ আমরা কখনো কখনো হারিয়ে যায়, তুমি জানো?
এভাবেই আমারা শিখি, আমরা বড় হই
আমি তোমার সাথেই থাকতে চাই তোমার বেড়ে ওঠা পর্যন্ত
তোমার নিজে নিজেই ডুবে যাওয়া উচিৎ না
 
যদি মনে করো তুমি ডুবে যাচ্ছো, আমি সাথে সাথে ঝাপ দিবো
শীতল জলে, তোমার জন্য
হয়তো এটা আমাদের বিভিন্ন জায়গায় নিয়ে যাবে
তবুও আমি ধৈর্যশীল থাকবো
আশা করি তুমি সেটা জানো
 
আমি তোমাকে (ভেসে) যেতে দিবো না
( আমি তোমাকে (ভেসে) যেতে দেবো না)
আমিই আজ রাতে তোমার ডুবুরী হবো
আমি তোমাকে (ভেসে) যেতে দিবো না
আমিই আজ রাতে তোমার ডুবুরী হবো
 
আসো, আসো
আমাকে আমার ডুবে যাওয়া তরী থেকে উদ্ধার করো
আমি ভেসে থাকতে চাই
আমি একেবারেই একা
 
আমি আশা করি
কেউ আমাকে ঘরে নিয়ে যাবে
যেখানে আমার মনটা শান্ত হবে
আমি জানতে চাই তুমি আমাকে (ভেসে) যেতে দেবে না
 
( আমি তোমাকে (ভেসে) যেতে দেবো না)
আমিই আজ রাতে তোমার ডুবুরী হবো
আমি তোমাকে (ভেসে) যেতে দিবো না
আমিই আজ রাতে তোমার ডুবুরী হবো
আমি তোমাকে (ভেসে) যেতে দিবো না
আমি তোমাকে (ভেসে) যেতে দিবো না
 
Angol
Eredeti dalszöveg

Cold Water

Dalszövegek (Angol)

Play video with subtitles

Borítók fordítása

Hozzászólások