• Narottama das Thakura

    শ্রী গুরু চরণ পদ্ম • 2 translations

Favorites
Share
Font Size
Original lyrics
2 translations

শ্রী গুরু চরণ পদ্ম lyrics

(১)
শ্রী গুরু চরণ পদ্ম, কেবল ভকতি সদ্ম
বন্দোঁ মুঞি সাবধান মতে
যাহার প্রসাদে ভাই, এই ভব তরিয়া যায়
কৃষ্ণ প্রাপ্তি হোয় যাহা হৈতে
 
(২)
গুরু মুখ পদ্ম বাক্য, চিত্তেতে করিব ঐক্য
আর না কোরিহো মনে আশা
শ্রী গুরু চরণে রতি, এই সে উত্তম গতি,
যে প্রসাদে পূরে সর্ব্ব আশা
 
(৩)
চক্ষু দান দিল যেই, জন্মে জন্মে প্রভু সেই,
দিব্য জ্ঞান হৃদে প্রকাশিত
প্রেম ভক্তি যাহা হৈতে, অবিদ্যা বিনাশ যাতে
বেদে গায় যাহার চরিত
 
(৪)
শ্রী গুরু করুণা সিন্ধু, অধম জনার বন্ধু,
লোকনাথ লোকের জীবন
হা হা প্রভু! কর দয়া, দেহো মোরে পদ-ছায়া,
এবে যশঃ ঘুষুক ত্রি-ভুবন
 
(৫)
বৈষ্ণব চরণ রেণু, ভূষণ করিয়া তনু,
যাহা হৈতে অনুভব হয়
মার্জন হয় ভজন, সাধু সঙ্গে অনুক্ষণ,
অজ্ঞান অবিদ্যা পরাজয়
 
(৬)
জয় সনাতন রূপ, প্রেম ভক্তি রস কূপ
যুগল উজ্জ্বল-ময় তনু
যাহার প্রসাদে লোক, পাসরিল সব শোক,
প্রকট-কলপ-তরু জনু
 
(৭)
প্রেম ভক্তি রীতি যোতো, নিজ গ্রন্থে সুবেকত
লিখিয়াছেন দুই মহাশয়
যাহার শ্রবণ হৈতে, প্রেমানন্দে ভাসে চিতে,
যুগল মধুর রসাশ্রয়
 
(৮)
যুগল কিশোর প্রেম, লক্ষ বাণ যেন হেম
হেন ধন প্রকাশিল যারা
জয় রূপ-সনাতন, দেহো মোরে প্রেম-ধন
সে রতন মোরে গলে হারা
 
(৯)
ভাগবত শাস্ত্র মর্ম্ম, নব বিধা ভক্তি ধর্ম্ম,
সদাই করিব সুসেবন
অন্য দেবাশ্রয় নাই, তোমারে কহিল ভাই,
এই ভক্তি পরম ভজন
 
(১০)
সাধু শাস্ত্র গুরু বাক্য, হৃদয়ে করিযা ঐক্য,
সতত ভাসিব প্রেম মাঝে
কর্ম্মী জ্ঞানী ভক্তি হীন, ইহাকে করিব ভিন,
নরোত্তম এই তত্ত্ব গাজে
 

 

Translations of "শ্রী গুরু চরণ পদ্ম ..."
Narottama das Thakura: Top 3
Comments