• Md. Mohsin Hossain

    তুমি মানলে মানো না মানলে মন মানো না

Share
Font Size
না মানলে মন মানো"
কথাঃ মুহাম্মদ ইকবাল হোসাইন
 
তুমি মানলে মানো
না মানলে মন মানো না,
আশেকেরী আসল জান্নাত
সোনার মদিনা..।।
 
আশেক হৃদয়ে যত ইশকের জ্বালা
দূর করিতে পারে ঐ মদিনা ওয়ালা..২
তাই মদিনা মদিনা করে হয়ে যায় ফানা।।
 
এক সময় ছিল মদিনা অলক্ষণের ভুমি
নবীর ছোঁয়ায় হলো আরশের চেয়ে দামী..২
নবী যেথায় আছেন শুয়ে,জান্নাতের টুকরা বলে
করলেন ঘোষণা।।
 
সবাইতো স্বর্গের পাগল নরকেরি না
আমি ইকবাল স্বর্গ নরক কিছুই চাই না..২
কামনা শুধু দিদারে নবী ও রাব্বানা।।
 

 

Comments