• Arijit Singh

    কে তুই বল

Share
Font Size
মন আমার তোর কিনারে
হারালো দিন-দাহারে
সে তো আর মানছে নারে
এবার ভালবাসতে আয় (x2)
 
তোর ছায়ার সঙ্গী হবো
দুহাতে প্রেম কুড়োবো
আমাকে চুপটি করে
মনের কথা বলতে আয়।
 
আমি যেতে পারি, হেসেই পেরোতে পারি
অনেক অনেক অতল
তোর কথা ওঠে, আমার কপালে জোটে
দারুন খুশির দল।
 
কে তুই বল, কে তুই বল ?
কে তুই বল, কে তুই বল ?
 
উড়তে চাওয়ার ইচ্ছে হতেই
এলাম কাছে তোর
পুড়তে বসে তুই তাকালে
মনেরই শহর।
 
একটু দূরেই ডাকছে জীবন
যাচ্ছি চলে তাই
ভাবছি তোকে আঁকছি কত
রঙিন বাহানায়।
 
যদি মনে ধরে, আমায় সঙ্গে করে
মেঘের মুলুকে চল
তোর কথা ওঠে, আমার কপালে জোটে
দারুন খুশির দল।
 
কে তুই বল, কে তুই বল ?
কে তুই বল, কে তুই বল ?
 
তোর আঁচলের গন্ধে আছে
চিনতে পারার সুখ
টানলে কাছে লজ্জা তে তোর্
নেমেছে চিবুক।
 
কল্পনাদের আস্কারা দি
ইচ্ছে গাছে জল
অল্প আলোর অল্প ছায়ার
গল্প আমায় বল।
 
আমি যেতে পারি, হেসেই পেরোতে পারি
অনেক অনেক অতল
তোর কথা ওঠে, আমার কপালে জোটে
দারুন খুশির দল।
 
কে তুই বল, কে তুই বল ?
কে তুই বল, কে তুই বল ?
 
মন আমার তোর কিনারে
হারালো দিন-দাহারে
সে তো আর মানছে নারে
এবার ভালবাসতে আয়
 
তোর ছায়ার সঙ্গী হবো
দুহাতে প্রেম কুড়োবো
আমাকে চুপটি করে
মনের কথা বলতে আয়।
 
আমি যেতে পারি, হেসেই পেরোতে পারি
অনেক অনেক অতল
তোর কথা ওঠে, আমার কপালে জোটে
দারুন খুশির দল।
 
কে তুই বল, কে তুই বল ?
কে তুই বল, কে তুই বল ?
 

 

Translations

Comments
snehab bhattacharjeeesnehab bhattacharjeee    Sat, 13/08/2016 - 11:29

HI AKSHITA CHAUHAN THANKS FOR LIKING THIS SONG . THIS IS ONE OF THE POPULAR SONG BY ARIJIT SINGH. A SMALL REQUEST FOR YOU CAN U PLEASE SUBMIT THE WHOLE LYRICS OF THE SONG IT WILL BE VERY EASY TO TRANSLATE. THANK YOU :D

ScieraSciera    Sat, 13/08/2016 - 11:36

The user who added this entry wasn't logged in in nearly a year.

I've updated the lyrics with those I found on another website.