✕
চলো বলে ফেলি
কত কথাকলি
জন্মেছে বলতে তোমায়
তোমাকে চাই
ঝলসানো রাতে
এ পোড়া বরাতে
তুমি আমার অন্ধকার
আর রোশনাই
কার্নিশে আলতা মাখানো
দিনেরা ঢলে পড়ে রাতে
তারপরে রাত্রি জাগানো
বাকিটা তোমারই তো হাতে
জেগে জেগে আমি শুধু ঘুমিয়ে পড়তে চাই
থেকে থেকে সেই মেঘেতে যাই বেড়াতে যাই
তোমাকে পাই
জানো কি, কেন দিন-দুপুরে স্বপ্নে ভিজেছি
মানো কি, কেন রাত্রি হয়ে নামতে বসেছি
প্রতিদিন, সবসময়
দেখাদেখি হলে খুব ভালো হয়
ক্ষতি নেই, কাছে না বলে-কয়েই চলে এলে
দেখো সেই খুশি সাজাবো আমি হাজার ফুলে
প্রতিদিন, সবসময়
দেখাদেখি হলে বড় ভালো হয়
চলো বলে ফেলি
কত কথাকলি
জন্মেছে বলতে তোমায়
তোমাকে চাই
ঝলসানো রাতে
এ পোড়া বরাতে
তুমি আমার অন্ধকার
আর রোশনাই
Comments
Deepa Arvind
Don Juan
Fary





Transliteration added as such here
https://lyricstranslate.com/en/tomake-chai-tomake-chai.html