Partager
Sous-titres
Font Size
bengali
Traduction

আমি সবকিছু করি, করি তোমারই জন্য

খুজ আমার চোখের তারায় -
তুমি দেখবে
তোমাকে আমি যেমন দেখি
খু'জ তোমার হৃদয় -
খু'জ তোমার আত্মা
আর তুমি যখন আমায় পাবে সেথায়, তুমি খুজবে না আর আমায়
 
ব'লনা আমাকে, চেষ্টার করে লাভ নাই
তুমি বলতে পারনা আমাকে, মরেও কোন লাভ নাই
তুমি জান এটা সত্য
আমি সবকিছু করি,
করি তোমারই জন্য
 
তাকাও আমার হৃদয়ে -
তুমি দেখবে
সেখানে কিছু নাই, লুকনোর কিছু নাই
আমাকে লও, যেমন আছি আমি -
আমার জীবন লও
আমার সবই দিতে পারি, সব বিসর্জন দিতে পারি
 
ব'লনা আমাকে, যুদ্ধ করে লাভ নাই
আমি পারিনা, আমার বেশি চাওয়ার কিছু নাই
তুমি জান এটা সত্য
আমি সবকিছু করি
করি তোমারই জন্য
 
নাই কোন ভালবাসা
তোমার ভালবাসার মত
আর কেও নাই
এর চেয়ে বেশী ভালবাসা দিতে পারে
কোথাও নাই, কিছু নাই
যেখানে তুমি নাই
সব সময়
হ্যা, সব অবস্থায়
 
প্রিয়তমা, তোমার অন্তরে খুজ
 
ওহ! তুমি বলতে পারনা, চেষ্টা করে লাভ নাই
আমার উপায় না্‌ আমার বেশি চাওয়ার কিছু নাই
হ্যা, আমি তোমার জন্য যুদ্ধ করে যাব -
তোমার জন্য মিথ্যা বলে যাব
কঠিন কষ্ট করে যা্‌ব, হ্যাঁ তোমার জন্য মরব
 
তুমি জান এটা সত্য
আমি সবকিছু করি
ওহ!
আমি করি তোমারই জন্য ।।
 
আমি সবকিছু করি, প্রিয়তমা
আর আমরা সবকিছু দেখব
ওহ! আমরা সবকিছু দেখব
ওহ! হ্যা
 
হ্যা!
তোমার অন্তরে খুজ
তুমি বলতে পারনা, মরেও লাভ নাই
ওহ হ্যা
 
আমি সেখানেই থাকব, হ্যা
আমি কঠিন কষ্ট করে যা্‌ব
আমি তোমারই জন্য মরব
 
ওহ হ্যা
 
আমি তোমারই জন্য মরতে পারবো
 
আমি সব পথ চলবো, হ্যাঁ সব পথ (চলবো)
 
anglais
Paroles originales

(Everything I Do) I Do It for You

Cliquez pour voir les paroles originales (anglais)

Lire la vidéo avec les sous-titres

Traductions de « (Everything I Do) I ... »

français #1, #2, #3
arabe #1, #2, #3
bengali
croate #1, #2
espagnol #1, #2
grec #1, #2
néerlandais #1, #2
persan #1, #2, #3
polonais #1, #2, #3
roumain #1, #2, #3
russe #1, #2
serbe #1, #2, #3
suédois #1, #2, #3
turc #1, #2
ukrainien #1, #2

Traductions des reprises

Commentaires
IceyIcey
   Mar, 09/07/2019 - 16:40

Complete your translation, please.