• Arijit Singh

    আর কোনো কথা না বলে

Share
Font Size
যেভাবে চালাবো চলবো আমি তোর সাথে
যেভাবে জ্বালাবি জ্বলবো আমি তোর হাতে
এ মরণ বারে বারে চাই
ও‌ যেটুকু জানি তোকেই মানি
যেটুকু জানি তোকেই টানি
কাছাকাছি তোর চলে যায়
আর কোনো কথা না বলে
 
আরো কাছে আয়না তুই চলে
একা থাকা যায় না সহজে
এমন‌ হলে
আর কোনো কথা না বলে
আরো কাছে আয়না তুই চলে
একা থাকা যায় না সহজে
এমন‌ হলে
 
পারিনা বোঝাতে লজ্জাকে
ভালোবাসি কতটা তোকে
প্রেমেরা কি এরকম হয়
কিছু ঘুম আর কিছু ভোর
ও‌ যেটুকু জানি তোকেই মানি
যেটুকু জানি তোকেই টানি
কাছাকাছি তোর চলে যায়
 
আর কোনো কথা না বলে
আর কোনো কথা না বলে
আরো কাছে আয়না তুই চলে
একা থাকা যায় না সহজে
এমন‌ হলে
আর কোনো কথা না বলে
আরো কাছে আয়না তুই চলে
একা থাকা যায় না সহজে
এমন‌ হলে
 
আমারও আবেশে হারালো মন
দেখিলে যখন তখন
চলে যায় দখিন দুয়ার
আছে বল আর কি করার
ও‌ যেটুকু জানি তোকেই মানি
যেটুকু জানি তোকেই টানি
কাছাকাছি তোর চলে যায়
 
আর কোনো কথা না বলে
আর কোনো কথা না বলে
আরো কাছে আয়না তুই চলে
একা থাকা যায় না সহজে
এমন‌ হলে
আর কোনো কথা না বলে
আরো কাছে আয়না তুই চলে
একা থাকা যায় না সহজে
এমন‌ হলে
 

 

Translations

Comments